হুজুর পুরনূর ﷺ কে কেন এত ভালোবাসতে হবে

★১.হুজুর পূরনূর,রাসূলে আকরাম, রাউফুর রাহীম ﷺ -এঁর আনুগত্য করলে জান্নাতে যাওয়া যাবে,বিরুদ্ধাচরণ করলে জাহান্নামে যেতে হবে। যেমন: হাদিস শরীফে ইরশাদ হয়েছে।হযরত আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত যে, রাসূল ﷺ বলেছেন,

كُلُّ أُمَّتِىْ يَدْخُلُوْنَ الْجَنَّةَ، إِلاَّ مَنْ أَبَى. قَالُوْا يَا رَسُوْلَ اللهِ وَمَنْ يَأْبَى، قَالَ مَنْ أَطَاعَنِىْ دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِىْ فَقَدْ أَبَى-

‘আঁমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করবে (সে নয়)। তারা বললেন, কে অস্বীকার করে? তিঁনি বললেন, যারা আঁমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আঁমার অবাধ্য হবে সেই অস্বীকার করে’।
[বুখারী হা/৭২৮০]


★২.নবীপ্রেমই খোদাপ্রাপ্তির পুর্বশর্ত ।কারন আল্লাহ পাক স্বয়ং কোরআনে ইঙ্গিত দিয়েছেন।আঁমাকে কেউ ভালবাসতে চাইলে কিংবা আঁমার ভালবাসা পেতে চাইলে,সে যেন আঁমার হাবীবের আনুগত্য করে,এক কথায় আঁমার নবীর গোলামী করে (অর্থাৎ,আল্লাহর বন্দেগী করা,এবং নবীর গোলামী করা)।আর এজন্য আল্লাহর হাবীব এরশাদ করেছেন, ” ততক্ষন পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ন ঈমানদার হতে পারবেনা যতক্ষন পর্যন্ত আঁমি তার কাছে বেশি প্রিয় হব তার মাতাপিতা,সন্তান-সন্তুতি, মানুষ ও সবকিছুর চেয়ে।
[বুখরী শরীফ ১ম খন্ড ৭১ পৃষ্ঠা]

★৩. হুজুর পূরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

عَنْ أَنَسٍ قَالَ قَالَ النَّبِيُّ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আঁমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই। [মুসলিম১/১৬হাঃ৪৪,আহমদ১২৮১৪]

No comments

Powered by Blogger.