রসুলে পাক ﷺ এর হাকিকত আবু বকর ছাড়া কেউ জানে না!

হযরত আবু বকর(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্নিত, তিনি বলেন,রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদা আমাকে লক্ষ্য কনে বলতে শুনেছি—
” হে আবু বকর! শুনে রেখো আমার হাকীকত আল্লাহ ব্যতীত কেউ জানে না।
★কঃ ইমাম ফার্সীঃ মাতালেউল মুসাররাতঃ১২৯ পৃঃ।
★খঃ ইমাম নাবহানীঃযাওয়াহিরুল বিহারঃ৩/৬৭পৃঃ; ২/২৫৫পৃঃ ; ২/১৫পৃঃ।
★গঃ শায়খ আবদুল হক মোহাদ্দেস দেহলভীঃশরহুল ফতহুল গায়বঃ১/৩৪০পৃঃ।

আজ পর্যন্ত কোন মোহাদ্দেস উক্ত হাদিস সম্পর্কে কোন মন্তব্য করেন নি।তাই মোহাদ্দেসদের নীরবতা দ্বারা প্রমাণিত হয় উক্ত হাদিস নিঃসন্দেহে সহীহ।


অপরদিকে উক্ত হাদিসের সমর্থনে আরেফীনকুর সম্রাট হযরত বায়েজীদ বোস্তামী(রহঃ) বলেন,
“আল্লাহর মারেফাতের(পরিচয়ের) সমুদ্রে আমি ডুব দিয়ে ছিলাম, তার কারণ হল আমি যাতে রাসুল(সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর হাকীকতের পরিচয় পেতে পারি।কী আশ্চার্য! আমি এ হাকীকতেরর মধ্যখানে আমার এবং রাসুল(সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মাঝে এক হাজার নূরের পর্দা প্রতিবন্ধক হয়ে গেল। যদি আমি এই নূরের পর্দা সমূহের প্রথম পর্দার নিকটে যাই তাহলে আমি জ্বলে ছাই হয়ে যাব, যেমনিভাবে একটি চুল আগুনের নিকটে গেলে পুড়ে ছাই হয়ে যায়।”
★★★ইমাম নাবহানীঃ যাওয়াহিরুল বিহারঃ৩/৬৭পৃঃ।

No comments

Powered by Blogger.