কারবালার মাটি নিয়ে নবিজীর ভবিষ্যতবানী

কারবালার মাটি নিয়ে নবিজীর ভবিষ্যতবানীঃ
হযরত উম্মে সালমা রা: বলেন,একদিন নবিজী সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন এবং ওনাকে খুব চিন্তিত দেখাচ্ছিল।তখন নবিজীর হাতে কিছু লাল রংয়ের মাটি ছিলো যা তিনি নাডাচাডা করছিলেন।আমি জিগ্যেস করলাম নবিগো এগুলো কিসের মাটি?
তিনি এরশাদ করলেন-
اخبِرني جبريل انَّ هذا يعني الحسين يقتل بارضِ العراقِ وهذه تربتها
জীবরাইল আমাকে সুসংবাদ দিয়েছে আমার নাতী হোসাইনকে ইরাকের মাটিতে কতল করা হবে আর এগুলো সেখানেরই মাটি।
সুত্র:-খাসায়িসুল কুবরা ২:১২৫;
সিররুশ শাহাদাতাইন ২৭;
এই মাটিগুলো আল্লাহর নবী উম্মে সালমাকে দিলেন,আর বললেন-
يا امِّ سلَمةَ اذا تحَوَّلَتْ هذهِ التُّربةُ دمًا فاعلَمِي انَّ ابْنِي قد قُتِلَ
হে উম্মে সালমা!এই মাটি যখন রক্তে রুপ নিবে,তখন বুঝে নিবে যে,আমার পুত্র (নাতী) শহীদ হয়ে গেছে।
সুত্র:-তাবরানী -মুজামুল কাবীর ৩:১০৮;
শিক্ষনীয়:-নবিজী মাটিগুলো তখন মা আয়েশা সিদ্দিকা রা: কে বা অন্য কোন বিবিকে না দিয়ে উম্মে সালমাকে দেয়ার কারন হলো, তিনি ঐ পর্যন্ত হায়াত পাবেন, এটা আমাদের নবিজী জানতেন। অবশেষে সেটাই ঘটেছে নবিজীর সমস্ত বিবিগন ইমাম হোসাইন রাঃ এর শাহাদাতের পুর্বে ইন্তেকাল করেছেন একমাত্র উম্মে সালমা রাঃ ছাডা। আর এটা আমাদের নবিজীর গায়েবী ইলমের অন্তর্ভুক্ত।
দোয়া প্রার্থী:মাওলানা হাসনাইন আহমদ আলকাদেরী।

No comments

Powered by Blogger.