শাফায়াত কারা করবেন?
আমিরুল মু'মিনন হযরত ওসমান ইবনে আফফান রাদ্বিয়াল্লাহু আনহু বলেন,আল্লাহর প্রিয় হাবীবﷺ ইরশাদ করেন-
"কিয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তিরা সুপারিশ করবে, প্রথমে নবীগণ,তারপর আলেমগণ,তারপর শহীদগণ।"
★ইবনে মাজাহ,আস-সুনান,হাদিসঃ ৪৩১৩
★ইমাম সৈয়ুতী,জামেউস সগীর,হাদিসঃ ১৪৫৬৫, তিনি বলেন হাদিসটি হাসান
★মুত্তাকী হিন্দী,কানযুল উম্মালঃ১৪/৪০১পৃঃ
★মোল্লা আলী ক্বারী ,মেরকাতঃ৮/৩৫৭৪,হাদিসঃ ৫৬১১
★আল্লামা মানাভী,তাইসিরঃ ২/৫০৮, তিনি বলেন, এই হাদিসটির সনদ হাসান পর্যায়ের।
বুঝা গেল শাফায়াত প্রমাণিত বিষয়।
"কিয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তিরা সুপারিশ করবে, প্রথমে নবীগণ,তারপর আলেমগণ,তারপর শহীদগণ।"
★ইবনে মাজাহ,আস-সুনান,হাদিসঃ ৪৩১৩
★ইমাম সৈয়ুতী,জামেউস সগীর,হাদিসঃ ১৪৫৬৫, তিনি বলেন হাদিসটি হাসান
★মুত্তাকী হিন্দী,কানযুল উম্মালঃ১৪/৪০১পৃঃ
★মোল্লা আলী ক্বারী ,মেরকাতঃ৮/৩৫৭৪,হাদিসঃ ৫৬১১
★আল্লামা মানাভী,তাইসিরঃ ২/৫০৮, তিনি বলেন, এই হাদিসটির সনদ হাসান পর্যায়ের।
বুঝা গেল শাফায়াত প্রমাণিত বিষয়।
No comments