নবীজীরﷺ রওজা শরীফের মাটি আরশের চেয়ে উত্তম

রওজা মোবারকের মাটি আল্লাহর আরশের চেয়ে উত্তম

দলীল নং ১:
ফতয়ায়ে শামী এবারত হল এইঃ
” রওজা মোবারকের যে মাটি নবী করীম সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মোবারকের সাথে লেগে আছে,তা আসমান জমীন- এমনকি আল্লাহর আরশ আযীম হতেও উত্তম”
★★[ ফতয়ায়ে শামী ৩য় খন্ড যেয়ারত অধ্যায়] কৃতঃ ইমাম আবেদীন শামী (রহঃ)।

দলীল নং ২:
রওজা মোবরক যদি সর্বোত্তম হয়, তাহলে শরীর মোবারকের অবস্থা কি হতে পারে? এটা বলার অপেক্ষা রাখেনা। এ আক্বিদা চার মাযহাবের ইমামগণ ঐক্যবদ্বভাবে পোষণ করে থাকেন।এ আক্বিদার উপর চার মাযহাবের ইজমা প্রতিষ্ঠিত। সুতারাং রওজা মোবারক খানায়ে কা’বা ও আরশ মোয়াল্লা হতেও উত্তম।ইহাই আহলে সুন্নাতের আক্বিদা। এ সম্পর্কে অসংখ্য কিতাবে উল্লেখ রয়েছে।   
★★  [ মাওয়াহেবে লাদুন্নিয়া ৪র্থ খন্ড ৬০২ পৃষ্ঠা] কৃত: ইমাম কোস্তালানী (রহ:)]


দলীল নং ৩ঃ
বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা আলুসী (রহঃ)বলেন, মাঠির যে অংশটি রাসুল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের দেহ মুবারকের সাথে লেগে আছে, তা আসমান যমীনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান। এমনকি বলা হয় এবং আমি ও বলি যে, রাওযা শরীফ আল্লাহর আরশ থেকেও শ্রেষ্ঠ।”
★★রেফারেন্সঃ রূহুল মা’আনীঃ৩/১১১

দলীল নংঃ৪
আল্লামা মুল্লা আলী কারী রহঃ বলেন, মাটির যে অংশটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিসিম(শরীর) মুবারকের সাথে লেগে আছে, ইজমা এর ভিত্তিতে তা মক্কা মুকাররামাহ এমনকি আরশ থেকেও শ্রেষ্ঠ।
★★রেফারেন্সঃ মিরকাতুল মাফাতিহঃ ৬/১০
★★যারকানীঃ১২/২৩৪

No comments

Powered by Blogger.