দোয়া দেরীতে কবুল হওয়ার একটি কারণ

রাসুলে কারীম ﷺ এরশাদ করেন, যখন আল্লাহ তা'আলার কোন প্রিয় বান্দা দোয়া করে, তখন আল্লাহ তা'আলা জিবরাইল (আঃ) কে এরশাদ করেন, "থামো! এখন দিও না, যেন পুনরায় প্রার্থনা করে, কেননা আমি তার আওয়াজ কে পছন্দ করি"।আর যখন কোন কাফির বা ফাসিক দোয়া করে, এরশাদ করেন,"হে জিবরাইল (আঃ) এর কাজ দ্রুত করে দাও, যেন আর প্রার্থনা না করে, কেননা আমি তার আওয়াজকে পছন্দ করি না।"
☞কানযুল উম্মাল, ২য় খন্ড, পৃঃ ৩৯, হাদিস নংঃ ৩২৬১

No comments

Powered by Blogger.