পিরিয়ডের ব্যথা কমানোর আমল

💢~পিরিয়ড এর ব্যাথা কমানোর আমল:

“আপনার দেহের যে স্থানে আপনি ব্যথা অনুভব করছেন, সেখানে আপনার হাত রেখে তিনবার বলুন,

«بِسْمِ اللَّهِ»

(বিসমিল্লাহ)

“আল্লাহর নামে।” আর সাতবার বলুন,

 «أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ».

(আ‘ঊযু বিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু)।

“এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহ্‌র এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।”[1]

[1] মুসলিম ৪/১৭২৮, নং ২২০২। 
১২

এই দুয়াটি সহিহ শুদ্ধভাবে পাঠ করলে ব্যাথা কমে যাবে ইন শা আল্লাহ্

No comments

Powered by Blogger.