সৈয়দজাদা যদি বাতেল বা বদআকিদা সম্পন্ন হয় তবে তাঁকে সৈয়দ বংশ বা আওলাদে রাসুল হিসেবে সম্মান করা যাবে? কিংবা সম্মান করতেই হবে?

সৈয়দজাদা যদি বাতেল বা বদআকিদা সম্পন্ন হয় তবে তাঁকে সৈয়দ বংশ বা আওলাদে রাসুল হিসেবে সম্মান করা যাবে? কিংবা সম্মান করতেই হবে?
➡️উত্তরঃ-সৈয়দজাদার আকিদা যদি নিশ্চিত ভাবে বদমাজহাবী ও কুফরি পর্যায়ে পৌঁছে যায় তাহলে তাকে আর সম্মান করা যাবেনা। কারণ কোরানের আয়াতে এ ধরনের সন্তান কে সন্তান নয় বলে স্পষ্ট করা হয়েছে। انه ليس من اهلك انه عمل غير صالح
হে নুহ! সে আপনার সন্তান নয়, কারণ তার আমল(ঈমান) নষ্ট হয়ে গেছে। (সুরা হুদ৪৬.)
অতএব সৈয়দজাদা বাতেল ফেরকাভুক্ত হয়ে গেলে তাকে সম্মান করার কোন বাধ্যবাধকতা থাকেনা।والله تعالي اعلم
(বিস্তারিত-ফতোয়া আমজাদিয়া,৪/১৫০)

No comments

Powered by Blogger.