সাহাবাকেরাম পবিত্র ঈদে মিলাদুন্নবী মজলিস করেছেন
এ হাদীসটি এসেছে সুনানে নাসায়ী শরীফের كتاب اداب القضاة এর كيق يستحلف الحاكم বাবের মধ্যে, ই: ফা:বা ৪র্থ খণ্ড, হাদীস নং ৫৪২৬, হাদিসের মান: সহিহ।
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ مُعَاوِيَةُ رَضِيَ اللَّهُ عَنْهُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ عَلَى حَلْقَةٍ - يَعْنِي مِنْ أَصْحَابِهِ - فَقَالَ " مَا أَجْلَسَكُمْ " . قَالُوا جَلَسْنَا نَدْعُو اللَّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِدِينِهِ وَمَنَّ عَلَيْنَا بِكَ . قَالَ " آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَلِكَ " . قَالُوا آللَّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَلِكَ . قَالَ " أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهَمَةً لَكُمْ وَإِنَّمَا أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ فَأَخْبَرَنِي أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبَاهِي بِكُمُ الْمَلاَئِكَةَ " .
হযরত আবু সাঈদ আল-খুদরী رضي الله عنه হতে বর্ণিত। তিনি বলেন, আমীরে মুআবিয়া رضي الله عنه বলেছেন, ❝একদা রাসূলুল্লাহ ﷺ বের হয়ে তাঁর সাহাবীদের এক মজলিসে পৌছলেন। তিনি জিজ্ঞেস করলেন, “তোমাদের এখানে কিসে বসিয়েছে?”
তাঁরা (رضي الله عنهم) বললেন, “আমরা আল্লাহর স্মরণে এবং তিনি যে আমাদেরকে হেদায়াত দান করেছেন এবং আপনাকে প্রেরণ করে আল্লাহ তায়ালা আমাদের উপর যে ইহসান করেছেন, তার শুকরিয়া আদায় করার জন্য বসেছি।”
তিনি জিজ্ঞাসা করলেন, “সত্যিই কি তোমরা এজন্য এখানে বসেছো?”
তাঁরা বললেন, “আল্লাহর শপথ, আমরা এজন্যই এখানে সমবেত হয়েছি।”
তিনি বললেন, ”আমি তোমাদের বিরুদ্ধে সন্দেহের কারণে তোমাদের থেকে শপথ নিইনি, বরং এজন্য যে, জিবরাঈল عليه السلام এসে আমাকে সংবাদ দিলেন, সর্বশক্তিমান আল্লাহ ফেরেশতাদের নিকট তোমাদের ব্যাপারে গর্ব করছেন।” ❞
এই সহীহ হাদীস লামাঝহাবীদের ইমাম আলাবানীও তার সহীহ সুনানে নাসায়ী এর মধ্যে উল্লেখ করেছেন এবং সহীহ বলেছেন।
সুপ্রিয় পাঠক, হাদীসটি লক্ষ্য করবেন, এই হাদীস থেকে কয়েকটা বিষয় খুবই স্পষ্ট এবং সরাসরি হাদীসের ভাষ্য থেকে এটা জানা যায় যে,
১. এটা ছিল সাহাবায়ে কারাম رضي الله عنهم এঁর একটা দলের একটি মজলিস। আর মজলিস মানেই অনেক মানুষ। সুতরাং অনেক সাহাবীগণই সে মজলিসে ছিলেন।
২. তাঁরা দুনিয়ার সব বিষয় বাদ দিয়ে শুধুমাত্র তিনটি বিষয়ের উদ্দেশ্যেই মজলিস করে একত্রিত হয়েছেন। এবং তাঁরা এটা শপথ করে বলেছেন। এর বাহিরে অন্য কোন উদ্দেশ্য তাঁদের ছিল না।
৩. তিনটি বিষয়ে মধ্যে একটি বিষয় হচ্ছে, দুনিয়াতে আল্লাহ ﷻ রাসূলুল্লাহ ﷺ কে প্রেরণ ( অর্থাৎ মিলাদ ) করার মাধ্যমে মানুষের উপরে যে ইহসান করেছেন, তার শুকরিয়া আদায়ের জন্য তাঁরা মজলিস করে একত্রিত হয়েছেন। এক কথায় মাহফিলের আয়োজন করেছেন।
৪. আর এই মাহফিলের ফজিলত হিসেবে জিবরাঈল عليه السلام সুসংবাদ দিয়েছেন যে, সর্বশক্তিমান আল্লাহ তাঁদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করছেন।
কেউ যদি রাসূলুল্লাহ ﷺ এঁর শুভাগমন এর কারণে নিজেকে গর্বিত মনে করে, সাহাবীদের মত এমন শুকরিয়ার মাহফিলের আয়োজন করে, তাহলে এটা সম্পূর্ণ জায়েজ এবং এর ফজীলতও রয়েছে।
আর মিলাদ মাহফিল তথা শুভাগমন মাহফিলে হাদীসের বাকি ২ টি আমলও করা হয়। আল্লাহর জিকির এবং হেদায়াতের শুকরিয়া। বলা যায়, একমাত্র যারা মিলাদুন্নবী ﷺ এর মাহফিল করে, তারাই সম্পূর্ণভাবে উপরোক্ত হাদীসের আমল করতে পারেন এবং আমরা বিশ্বাস করি, তাদের উপরও আল্লাহ ﷻ একইভাবে গর্ব করেন, হাদীসের ভাষ্যানুযায়ী।

No comments